কুলিয়ারচরে খাদ্য সামগ্রী ও টিউবওয়েল নিয়ে অসহায়দের পাশে হাজী মোঃ রুস্তম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার রামদী ইউনিয়নের পীরপুর ও অনন্ত মনোহরপুর রায়ানের ৩০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং এলাকায় বিশুদ্ধ পানি ব্যবহারের জন্য ৪ টি টিউবওয়েল দিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ রুস্তম।
কুলিয়ারচর পৌর এলাকার পালটিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ রুস্তম সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে পীরপুর ও অনন্ত মনোহরপুর রায়ান গ্রামের গরীব ও অসহায়ের মাঝে এ খাদ্য সামগ্রী ও টিউবওয়েল বিতরণ করেন।
বুধবার (৩রা নভেম্বর) দুপুরে অনন্ত মনোহরপুর রায়ান গ্রামে দৈনিক খোলা কাগজ ও দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোছা. শুভ্রা’র বাড়িতে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ রুস্তম উপস্থিত হয়ে নিজ হাতে গরীব ও অসহায় ৩০টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি পেয়াজ, ১কেজি ডাল, আধা কেজি রসুন, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ কেজি আটা প্যাকেট জাত করে বিতরণ করেন এবং পীরপুর কুড়ের পাড় ও তারাকান্দি গ্রামে ৪টি টিউবওয়েল বিতরণ করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু ফয়েজ, বিশিষ্ট সমাজ সেবক মো. বাচ্চু খান, মো. আরশ খান, মো. মুজিবুর রহমান খান, মো. পলাশ খান, সোহাগ খান, রায়ান সহ স্থানীয় জামে মসজিদের ইমাম, সাংবাদিক শাহিন সুলতানা ও সাংবাদিক মোছা. শুভ্রা প্রমুখ।
খাদ্য সহায়তা ও টিউবওয়েল বিতরণ করা প্রসঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. রুস্তম বলেন, মানবিক কারণে অসহায়দের মাঝে এই ধরণের সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।