সাভারের হেমায়েতপুর থেকে ডাকাতি হওয়া ১১টি গরুসহ ট্রাক উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে মানিকগঞ্জ বিজয় মাঠ এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। আটক আব্দুল আহাদ (২৫) রাজবাড়ীর গোয়ালন্দ থানার নিমতলা গ্রামের রহমত শেখের ছেলে। রোববার রাতে সাভারের হেমায়েতপুর থেকে একদল ডাকাত ১১টি গরুসহ ট্রাকটি ডাকাতি করে। তারা ট্রাকের চালক মনির হোসেনকে সিংগাইরের কোন cialis 100mg treino avec des exercices conjugues স্থানে মারপিট করে ফেলে দেয়। এ সময় আহত ট্রাকের চালক বিষয়টি সিংগাইর থানা পুলিশকে অবহিত করে। পরে সিংগাইর থানা পুলিশ বিষয়টি অন্যান্য থানায় ম্যাসেজ দিয়ে দেয়। তাদের ম্যাসেজ পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ বিজয় মেলা মাঠ এলাকায় চেকপোস্ট বসিয়ে ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে ওই ট্রাকে থাকা আরও কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
উদ্ধারকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা।