সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন

বর্ণিল আয়োজনে দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : শনিবার, ৭ মে, ২০২২

বর্ণিল আয়োজনে দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে।

শনিবার (৭ মে) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ, গুণিজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে বিদ্যালয়ের মাঠে সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কিশোরগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জাপা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি শিক্ষার্থীদের মানবীয় গুণাবলি অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন। তাছাড়া তিনি বর্তমান সময়ে শিশুকিশোরদের মধ্যে স্মার্টফোনের অপ্রয়োজনীয় ব্যবহার রোধে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করেন।

প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক এমপি বিদ্যালয়ের ঐতিহ্য পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে বলেন।

আতিকুজ্জামান আসিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া, অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম সিদ্দিকী, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।


এতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা, সিনিয়র সহকারী সচিব দেওয়ান তাজুল ইসলাম, শিক্ষক সিরাজুল ইসলাম খোকন, শিক্ষক আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান এম এ হানিফ, সহকারী কৃষি অফিসার শামসুল ইসলাম হাদি, ইউপি সচিব মশিউর রহমান বাবুল ও শিক্ষক কামরুজ্জামান রিপন।

বিদ্যালয় প্রতিষ্ঠাতাদের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন জালাল ও শিক্ষক এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে গুণিজনদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। সুবর্ণ জয়ন্তী উৎসব উৎযাপন উপলক্ষে সুবর্ণ জয়ন্তী স্মরনিকা ২০২২ ‘অহনা’ প্রকাশিত হয়।

সন্ধ্যায় জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর