সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:৩১ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আমির হোসেন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

রিপোর্টার
আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন এর দ্বিতীয় জানাজা শেষে কিশোরগঞ্জের নিকলী উপজেলার মির্জাপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন।

আজ মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাদ যহুর জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলীতে নিয়ে আসা হয়। সন্ধ্যা ৬ টায় নিকলীতে নিয়ে আসা হয় । স্থানীয় শত শত মানুষ প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে তাদের প্রিয় মানুষকে শেষ বারের মত একনজর দেখার জন্য নিকলী ঈদ্গা মাঠে সমাবেত হয় । মৃতদেহে লাল সবুজের পতা জড়িয়ে রাষ্ট্রিয় মর্যাদা গার্ডঅনার প্রদান শেষে বাদ মাগরিব নিকলী ঈদ্গা মাঠে মরহুমের ২য় জানাজা নামাজ অনুষ্টিত হয় ।

জানাজার নামাজের পুর্বে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) এর সাংসদ আলহাজ্ব আফজাল হোসেন , বিচারপতির ছেলে মোসাদ্দিক হোসেন , এ সময় উপস্থিত ছিলেন।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচার মোঃ নুরুজ্জামান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল , বিচারপতি মাহবুবুর রহমান ,জেলা পরিষদের চেয়ারম্যান এডঃ জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম , উপজেলা চেয়ারম্যান এ,এম ,রুহুল কুদ্দুস ভুঞা জনি , জেলা বারের সভাপতি এডঃ শাহ আজিজুল হক, বিএনপি নেতা এডঃ মানিক মিয়া প্রমুখ।

গার্ড অব অনার প্রদান করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান বিপিএম (বার), উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসসাদিক জামান মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক বিচারপতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাদ এশা নিজ গ্রাম মির্জাপুর মাদ্রাসা মাঠে মরহুমের তৃতীয় নামাযে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর