কাজী উসমান গনির বিরুদ্ধে অপপ্রচার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার হিসেবে কাজ করে আসছেন কাজী উসমান গনি (বাদল)। সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন নামের ফেইক আইডি থেকে ফেইসবুকে একটি চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে চাকুরি দেবার জন্য টাকা নেওয়া, বাল্যবিবাহ ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকার কল্পকাহিনী চালানো হচ্ছে, যা আদৌ সত্য নয় বলে তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। তার পৈত্রিক সম্পত্তি নিয়ে একটি পক্ষের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব থাকায় তারা বানোয়াট অভিযোগ এনে মানহানি করছেন।
এমন উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচার বন্ধের জন্য তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। তারপরও যদি এমন অপকর্ম চলমান থাকে তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করবেন বলে তিনি জানান।
কাজী উসমান বলেন, “বাল্যবিবাহ, চাকরির নামে টাকা আত্মসাৎ, সন্ত্রাসী কার্যকলাপের সাথে আমি কখনো জড়িত ছিলাম না, ভবিষ্যতেও এমন অপকর্ম আমার দ্বারা সংঘটিত হবেনা ইনশাআল্লাহ।”