করিমগঞ্জ (কিশোরগঞ্জ) :
দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগী সংগঠন পিএফজি’র সহযোগিতায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে বৈষম্যহীন, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ নির্মাণে সহায়ক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভা ও সম্প্রীতি পদযাত্রা অনুষ্ঠিত।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে করিমগঞ্জ বাজার বণিক সমিতি কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সম্প্রীতি পদযাত্রায় পিএফজির সদস্য সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের অংশ গ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুর রহমান, উপজেলা গণফ্রন্টের সভাপতি শেখ আবুল মনসুর লনু, প্রভাষক শাহজাহান সাজু, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু আনিস ফকির, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, বণিক সমিতির সদস্য সচিব মোশাররফ হোসেন চৌধুরী বুলবুল, সময় টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী হোসেন খান পল্টু, আল ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।
পিএফজির সদস্য ও দেহুন্দা ইউপি চেয়ারম্যান এমএ হানিফের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক বাবু জয়ন্ত কর।
দলীয় মতাদর্শের ভিন্নতা বা মতবিরোধ থাকলেও জনস্বার্থ বিবেচনায় জাতীয় ও স্থানীয় বিষয় নিয়ে পারস্পরিক সংঘাত বা সহিংসতা নয় আলোচনার মাধ্যমে মতানৈক্যে পৌঁছানো সম্ভব বলে বক্তাগণ মতামত ব্যক্ত করেন। তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মানে স্ব স্ব অবস্থান থেকে সহায়ক ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে এরকম মতবিনিময় সভা ও সম্প্রীতি পদযাত্রার প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান।
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুপন রানী সরকার, ডা. আব্দুল করিম ভূইয়া, সাংস্কৃতিক কর্মী জাহাঙ্গীর কবির পলাশ, সাবেক কাউন্সিলর সাইমা ইফাত রাতী, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়ক পলাশ কান্তি পাল, উপজেলার সমন্বয়ক সাদেক আহমেদ স্বপন উপস্থিত ছিলেন।