করিমগঞ্জ (কিশোরগঞ্জ):
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৪ টার দিকে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নস্থ সাকুয়া ভাটিয়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেহুন্দা ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেহুন্দা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম।
জেলা ওলামা মাশায়েখ কমিটির সভাপতি মাওলানা আব্দুল বারী রিয়াদী, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এ্যাড. মুসলেহ উদ্দিন সুমন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে দেহুন্দা ইউনিয়নের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্যের ফাঁকে ফাঁকে ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর শিল্পীরা ইসলামি সংগীত পরিবেশন করেন।