তাড়াইল (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের তাড়াইলে মাহমুদুল হাসান নামে ২বছরের শিশু মৃত্যুবরণ করেছেন।
মাহমুদুল হাসান উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর হালুয়াপাড়া গ্রামের কৃষক শাহীনুরের একমাত্র ছেলে।
স্বজনরা জানায়,শুক্রবার (০৮নভেম্বর) সকালে বাড়ির আঙ্গিনায় প্রতিবেশি ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছিল মাহমুদুল।এ সময় মাহমুদুলের মা গৃহস্থলীর কাজে ব্যাস্থ্য ছিল।কয়েক মুহুর্ত পর মাহমুদুলকে খোঁজে না পেয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করেন।খবর পেয়ে জমিতে কাজ করতে থাকা কৃষক মাহমুদুলের বাবা শাহীনুর বাড়িতে ছুটে আসেন।
অনেক খুঁজাখুজির পর বাড়ির সাথে পুকুরে মাহমুদুলকে পানিতে ভাসতে দেখেন।স্বজনরা মাহমুদুলকে দ্রুত উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষানিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন।