কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লিফলেট বিতরণকালে তিনি করিমগঞ্জ বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন ।
সভায় মো. কামরুজ্জামান জুয়েল দলীয় নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঘোষণাকৃত ৩১ দফা সবার মাঝে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, ২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে। কিন্তু এ সুযোগে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যাতে কোনো অন্যায় ও অনিয়ম করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এ ছাড়াও তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির পরিচয়ে কারো কাছে কোনো চাঁদা দাবি করলে আমাদের জানাবেন। আমরা দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নেব। সর্বশেষ রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারে ৩১ দফার গুরুত্ব ও আগামী নির্বাচনে সাধারণ মানুষকে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, রাসেল ,সহ-সভাপতি জীবন চন্দ্র দাস, মনিরুজ্জামান মনির, সহ দপ্তর সম্পাদক হিমেল তার সাথে ছিলেন।
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার, করিমগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আশরাফ হোসেন পাভেল, সাধারণ সম্পাদক হারুন সরকার, করিমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট মোশারফ হোসেন, সদস্য সচিব শিহাবুদ্দিন হানিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব রাকিব আকুঞ্জি, পৌর যুবদলের আহ্বায়ক রাশেদ আল রশিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. হানিফসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনতা এ সময় উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ স্বাধীনতার মূল চেতনা-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে নতুন পদযাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে যৌথ কর্মীসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। তারা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে ৩১ দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরছেন।