করিমগঞ্জ (কিশোরগঞ্জ):
‘নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা, র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম,উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা চন্দ্রা রানী সরকার প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তারা নারী নির্যাতন দূরীকরণে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার কর্ম ও জীবনাদর্শের সাফল্যে অনুপ্রাণিত হয়ে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এসময় পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মরিয়ম আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ফাতেমা ইয়াছমীন, সফল জননী সাহেরা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা জান্নাতুল আক্তার হিমা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা. বেদেনা জয়িতা সম্মাননা পেয়েছেন।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।