‘সহিংসতার বিরুদ্ধে সর্বত্র’ স্লোগানকে ধারণ করে, ইয়ূথ এন্ডিং হাঙ্গার প্রজেক্টের করিমগঞ্জ উপজেলা পিস ফ্যাসিলেটেটর গ্রুপের (পিএফজি) ফলো আপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার, বিকাল ৩টায় করিমগঞ্জ বাজার বণিক সমিতি কার্যালয়ে, হাঙ্গার প্রজেক্টের জেলা কো-অর্ডিনেটর পলাশ কান্তি পালের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিস এ্যাম্বাসেডর সাংবাদিক আবুল মনসুর লনু, করিমগঞ্জ পিএফজি কো-অর্ডিনেটর সাংবাদিক সাদেক আহমেদ স্বপন, পিএফজি সদস্য সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লব, ডাঃ আব্দুল করিম, শিক্ষিকা মাহমুদা, নারী নেত্রি শামসুন্নাহা, দীন মোহাম্মদ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, পিএফজি সদস্য জয়কা ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির।
সভায়, দেশের সাম্প্রতিক সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে আলোচনা করে, পরবর্তী সম্ভাব্য কর্মপরিকল্পনা তৈরি করা হয় এবং করিমগঞ্জ পিফএজির সদস্য দেহুন্দা ইউপি চেয়ারম্যান এম এ হানিফকে পিস এ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বিগত ২০১৩ সাল থেকে বিভিন্ন শ্রেণী পেশা মতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত করিমগঞ্জ পিস ফ্যাসিলেটের গ্রুপ ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতবাদ নির্বিশেষে সহিংসতা প্রতিরোধ পূর্বক, সামাজিক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্য কাজ করে যাচ্ছে।