করিমগঞ্জ (কিশোরগঞ্জ):
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা কৃষি অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী করিমগঞ্জের কৃতি সন্তান শেখ খাইরুল কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উত্তরসূরী জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আজাদ খান ভাসানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর গুলশান-বাড্ডা জোনের অন্যতম সংগঠক, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোস্তাক আহমেদ শিশির।
কিশোরগঞ্জ সদর থানার প্রতিনিধি সাইফুল্লাহ সিদ্দিকী হিমেল, আসাদুজ্জামান, সাদবিন জনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আহমেদ শুভ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাজমুল হাসান সোহান, জাতীয় নাগরিক কমিটি করিমগঞ্জ উপজেলা শাখার অন্যতম নারী সংগঠক সোনিয়া আক্তার মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ খাইরুল কবির বলেন, বিদ্যমান সংবিধান ফ্যাসিস্ট তৈরির সহায়ক। তিনি গণমুখী সংবিধান সংবিধান প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেন।
সভা সঞ্চালনা করেন সংগঠক শাহরিয়ার রশিদ অন্তর। সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক লোক অংশগ্রহণ করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারুণ্যনির্ভর নতুন একটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। এরই অংশ হিসেবে থানা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি কমিটি গঠন ও মতবিনিময় সভা করা হচ্ছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।