সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ আর নেই…
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, পাক হানাদার ও তাদের এদেশীয় দোসরদেরদের হাত থেকে কিশোরগঞ্জ শহরকে মুক্ত করার নেতৃত্বদানকারী বীর মুক্তিযোদ্ধা এবং কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য কবির উদ্দিন আহমেদ আর নেই।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তাঁর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অশোক সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানী, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতনসহ অনেকেই গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।