• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

করিমগঞ্জে ভোটার তালিকা হালনাগাদে প্রশিক্ষণ কর্মশালা

এইচ.আর. বিপ্লব / ২১ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জের করিমগঞ্জে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

 

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

জেলা নির্বাচন অফিসার মো. মুরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাকসুদ আলমের সঞ্চালনায় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় তথ্য সংগ্রহের কৌশল ও সঠিক তথ্য সংরক্ষণ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

 

১১৭ জন তথ্যসংগ্রহকারী ও ২৩ জন সুপারভাইজার সহ মোট ১৪০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ গ্রহণ করেন।

 

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাকসুদ আলম জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারাদেশে ভোটার হালনাগাদ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় করিমগঞ্জ উপজেলায় যারা তথ্য সংগ্রহ করবেন এবং সুপারভাইজ করবেন তাদেরকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করণের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ৫ ফেব্রুয়ারী থেকে শুরু করে ২রা মার্চ পর্যন্ত ভোটার নিবন্ধন হবে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যানিং কর্মকাণ্ড চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা